ময়মনসিংহ নগরীর আমলাপাড়া এলাকায় ২৫ শতক (যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা) খাস জমি উদ্ধার করলেন ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। ৩ জুলাই বুধবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার টাউন মৌজায় খতিয়ান ১ দাগ নং ৩১৭৯/৩৫০২ আমলাপাড়ায় ২৫ শতক খাস জমি উদ্ধার করে সহকারী কমিশনার ( ভূমি) আসাদুজ্জামান রনি । এসময় সঙ্গে ছিলেন পৌর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, সার্ভেয়ার মতিউর রহমান, সার্ভেয়ার ফয়সাল, অফিস সহকারী উমর ফারুক সহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সরকারি খাস জমি উদ্ধার করেছি । এখন পর্যন্ত সদর উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আরো ৮/১০ টি খাস জমি উদ্ধার করতে পেরেছি । জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর নির্দেশনায় খাসজমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।।




















