রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১-জুলাই) বিকাল-৩ ঘটিকায় রাজস্থলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জনাব উবাচ মারমা । আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস-চেয়ারম্যান গৌতমি খিয়াং, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আজগর আলী খান, হাবীবুল্লাহ মিসবাহ, উচ্চপ্রু মারমা, ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,কারিতাস মাঠ কর্মকর্তা সাধন ক্রিষ্ণ চাকমা,বাঙালহালিয়া ইউপি সদস্য কামাল হোসেন,এই ছাড়া আরো গণমান্য উপস্থিত ছিলেন।


























