অবশেষে যেন স্বস্তির বর্ষা এলো। অবশেষে তাকে পাওয়া গেলো। এই দিনটার জন্য মিনিট ঘন্টা সপ্তাহ মাস বছর কেটেছে কত। অপেক্ষার দীর্ঘ গল্প সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে দীর্ঘতর। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে এখন সাদা পোষাকের আভিজাত্যের একজন। মঙ্গলবার তার আনুষ্ঠানিক প্রেজেন্টেশন।
সেরা তারকাকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে এখন সাজ সাজ রব। রাজসিক আয়োজনে সমর্থকদের জন্য থাকছে নানা আয়োজন। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে উপস্থিত হয়েছিলো ৮০ হাজার গ্যালাক্টিকোস সমর্থক। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ধারণা করা হচ্ছে, সেই রেকর্ড ভেঙে দেবেন এমবাপ্পে। তাকে বরণে উপস্থিত থাকবেন ৮৫ হাজার ভক্ত। সংখ্যাটা যে কারো জন্যই আরাধ্যের, অন্যের জন্য ঈর্শ্বাজাগানিয়া।
স্থানীয় সময় মধ্য দুপুরে শুরু হবে আয়োজন। শৈশবের আইডল, ক্লাবের কিংবদন্তী সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালে পড়া প্রথম জার্সি ৯ নম্বরে, ফরাসি সৌরভ ছড়িয়ে ধীরপায়ে ধীরলয়ে মাঠে আসবেন এমবাপ্পে। সে জন্য লকার রুম থেকে স্টেজ পর্যন্ত বিশেষ ক্যাটওয়াক তৈরি করা হয়েছে। তিনি যখন মাঠে ঢুকবেন দু’পাশে আতশবাজীর রঙির আলোর আলোকছটায় আলোকিত হবে চারিপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজবে ‘হালা মাদ্রিদ ই নাদা মাস’।


























