মুন্সিগঞ্জের গজারিয়ায় “স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ ” স্লোগানে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
বুধবার সকাল ১০ টায় উপজেলার ভবেরচর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবদুর রহমান।
উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দুর আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিকান্দার আলী সোলাইমান মিয়া সহ কয়েকজন মুক্তিযোদ্ধারা।
বক্তব্যে তারা বলেন
স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্র শুরু হয়েছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ও মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বাতিল আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের বিরুদ্ধে কটূক্তি করছে। এই কটূক্তিকারীদের নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি তাদের কে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সংবাদ সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা গণ ভবেরচর বাজার এলাকায় রাস্থায় অবস্থান করে প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহীদুজ্জামান নাইম, আলী হোসেন আনিছুর রহমান গাফফার, সাবেক সহ কমান্ডার এস এম গোলাম মোস্তফা, এ এস কাদের,মোসলেম উদ্দিন, আজিজুল হক মিয়াজি, আবদুর রাজ্জাক সহ প্রায় অর্ধশত বীর মুক্তিযোদ্ধা গণ।























