➤ ইউক্রেনের সমরাস্ত্রের গোপন ডিপোতে রুশ হামলা
➤ রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে নরেন্দ্র মোদি
আগে কখনও যা ঘটেনি, তাই করে দেখাল রাশিয়া ও চীন। এই প্রথম এক জোট হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে হানা দিয়েছে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান। এমন অপ্রত্যাশিত ঘটনায় হতবাক হয়ে গেছেন মার্কিন কর্মকর্তারা। সিএনএন জানিয়েছে, রাশিয়ার দুটি ও চীনের দুটি যুদ্ধবিমান একযোগে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের (এনওআরএডি) উদ্বৃতি দিয়ে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢোকার পর বিমানগুলোকে তাড়া করে যুক্তরাষ্ট্রের এফ-১৬, এফ-৩৫ এবং কানাডার সিএফ-১৮ যুদ্ধবিমান। পরে রাশিয়া-চীনের বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশ ছেড়ে চলে যায়। পরে এক বিবৃতিতে এনওআরএডি জানায়, বিমানগুলো আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। তবে বিমানগুলোকে ‘হুমকি’ হিসেবে মনে করছিল না নোরাড। পরে যুক্তরাষ্ট্র ও কানাডার জোট নোরাড রাশিয়ার টিইউ-৯৫ ও চীনের ঐ-৬ বোমারু বিমানকে তাড়িয়ে দেয়। বিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এবারই প্রথম এইচ -৬ বোমারু বিমান আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান এবং কানাডার সিএফ-১৮ যুদ্ধবিমানের তাড়া খেয়ে আলাস্কার আকাশসীমা ছেড়ে যায় রাশিয়া ও চীনের যুদ্ধবিমান। এর আগে, গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীন ও রাশিয়ার বিমানবাহিনী বেরিং সাগরের প্রাসঙ্গিক আকাশসীমায় একটি যৌথ কৌশলগত টহল চালিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ হিসেবেই এমনটা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানগুলো পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে টহল চালিয়েছে। এই টহলের ভিডিও-ও প্রকাশ করেছে রাশিয়া। ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধবিমান রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেনের সমরাস্ত্রের গোপন ডিপোতে রুশ হানা
ইউক্রেনের সমরাস্ত্রের গোপন একটি ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এ সংক্রান্ত তথ্যচিত্রও প্রকাশ করা হয়েছে। এটিকে এ যাবৎকালে গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বর্ণনা করছেন রুশ কর্মকর্তারা। গত শুক্রবার রাশিয়ার বার্তাসংস্থা আরটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সামরিক বাহিনী ডনবাসে একটি ইউক্রেনীয় গুদাম ধ্বংস করেছে। সেখানে একাধিক রকেট সিস্টেম এবং এক ডজনেরও বেশি সাঁজোয়া যান বেআইনিভাবে রাখা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একই দাবি করেছে। সাদা-কালো এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য মাধ্যমে হামলার পর একটি গুদাম থেকে ভয়ানক আগুনের ফুলকি উঠছে। মনে হচ্ছিল, গুদামে থাকা খুব শক্তিশালী বোমা একের পর এক বিস্ফোরিত হচ্ছে। জানা গেছে, ডিপোটি ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলায়। এখান থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ পাঠানো হতো। ধারণা করা হচ্ছে, ডিপোটিতে যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং লিওপার্ড ট্যাংক ছিল। ডিপোটি দীর্ঘদিন ধরে নজরে রাখছিল রুশ গোয়েন্দারা। এরপর সবুজ সংকেত পেয়ে হামলা করা হয়।
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার পারমাণবিক নির্দেশিকা উদ্বেগ বাড়াচ্ছে : রাশিয়া
কোরীয় উপদ্বীপে মার্কিন পরমাণু সম্পদ পরিচালনার বিষয়ে সম্প্রতি ঘোষিত নির্দেশিকা এই অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল লাওসের ভিয়েনতিয়েনে ন্যাশনাল কনভেনশন সেন্টারে ৫৭ তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তৃতাকালে এ অভিযোগ করেন তিনি। দক্ষিণ কোরিয়া ও রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ল্যাভরভ বলেছিলেন যে তাকে পরিকল্পনার বিশদ বিবরণ সম্পর্কে অবহিত করা হয়নি। তবে তিনি নিশ্চিত করেছেন যে এটি রাশিয়ার জন্য উদ্বেগের বিষয়। রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, উদ্বেগের আরেকটি বিষয় হলো- যুক্তরাষ্ট্র সম্প্রতি কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে যৌথ পারমাণবিক পরিকল্পনার বিষয়ে একটি চুক্তি করেছে। আমরা এর অর্থ কী তার ব্যাখ্যাও এখন পর্যন্ত পাইনি আমরা। তবে সন্দেহ নেই যে এটি অতিরিক্ত উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়া থেকে পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া জানানোর লক্ষ্যেই এই নির্দেশিকা।
জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনকে ১৫০ কোটি ইউরো দিলো ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) ইউরো ইউক্রেনকে দিয়েছে। গত শুক্রবার এই অর্থ স্থানান্তর করা হয়। এটি জব্দকৃত রুশ সম্পদ থেকে অর্জিত লাভের প্রথম অংশ। এক বিবৃতিতে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইইউ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। আমরা জব্দকৃত রুশ সম্পদ থেকে ১.৫ বিলিয়ন ইউরো ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনের জন্য স্থানান্তর করেছি। ইউক্রেন এবং সমগ্র ইউরোপকে একটি নিরাপদ জায়গা হিসেবে গড়ে তোলার জন্য রুশ অর্থের এর চেয়ে ভালো প্রতীক বা ব্যবহার আর হতে পারে না। এর আগে, ইইউ সদস্য রাষ্ট্রগুলো মে মাসে সিদ্ধান্ত নিয়েছিল যে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা থেকে অর্জিত বিলিয়ন ডলারের লভ্যাংশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে সহায়তার জন্য ব্যবহার করা হবে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য ইইউ-এর প্রতি কৃতজ্ঞ। এই স্থানান্তর আমাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করবে। তবে রাশিয়া এই পদক্ষেপকে ‘অবৈধ’ হিসেবে নিন্দা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই ধরনের অবৈধ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অবশ্যই বিবেচনামূলক পদক্ষেপ গ্রহণের কারণ রয়েছে।
এবার ইউক্রেন সফরে নরেন্দ্র মোদি
ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার পরপরই ইউক্রেনে তার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ববহ বলে মনে করা হচ্ছে। আগামী ২৩ আগস্ট তার এ সফর হতে পারে। ইউক্রেন সফরে মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে ভারতের প্রধানমন্ত্রীর।
গত মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদি। সে সময়ও তিনি যুদ্ধ থামানোর বিষয়ে কথা বলেছিলেন। ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা থেকে সরে আসে, তবে মস্কো যুদ্ধবিরতি কার্যকর করতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই পরিস্থিতিতে মোদির সফরে রুশ-ইউক্রেন রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হওয়ার আশা দেখছেন কূটনীতি বিশেষজ্ঞদের একাংশ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি।























