আজ বুধবার (৩১’শে জুলাই) সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার বাউশিয়া সমিতি মার্কেটে জাতীয় গণমাধ্যম কমিটির গজারিয়া শাখার অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠের মধ্য দিয়ে জাতীয় গণমাধ্যম কমিটি গজারিয়া উপজেলার শাখার আত্মপ্রকাশ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার বার্তা পত্রিকার গজারিয়া প্রতিনিধি মুকবুল হোসেনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম। দৈনিক দেশের কন্ঠ পত্রিকার গজারিয়া প্রতিনিধি সৈয়দ মো. শাকিল এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপত্বিত করেন গজারিয়া উপজেলার সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন আহামেদ।
এসময় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ায় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ গজারিয়া প্রতিনিধি মো. আল আমিন।
এসময় সভায় গজারিয়া উপজেলায় জাতীয় গণমাধ্যম কমিটি শাখা গঠন সংশ্লিষ্ট সম্ভবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা তথ্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে জনকেন্দ্রিক কাজ করার আহ্বান জানিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠিত সভায় দৈনিক যুগান্তর পত্রিকায় গজারিয়া উপজেলার প্রতিনিধি আমজাদ হোসেন কে সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার গজারিয়া প্রতিনিধি সাঈদ হাসান আফরান কে সাধারন সম্পাদক এবং দৈনিক সবুজ বাংলা মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম হৃদয় কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় গণমাধ্যম কমিটি গজারিয়া উপজেলা শাখার খসড়া কমিটি গঠন করা হয়।























