“ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার জাহিদুল ইসলামের
সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকারম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাহের আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিনা আরা বিউটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা সজীব ঘোষ,
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আবু হানিফ, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, নিকলী উপজেলা সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, সাংবাদিকবৃন্দ,
সহকারী মৎস্য অফিসার এবং মৎস্যজীবী বৃন্দ। আলোচনা সভা শেষে সফল মাছ চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জানা গেছে, আগামী ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ চলমান থাকবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।























