কুড়িগ্রামের চিলমারীতে রংপুর কারমাইকেল কলেজের সম্মান শ্রেণীর মেধাবী শিক্ষার্থী জােবায়ের আমিন (২১) হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষােভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে একটি বিক্ষােভ মিছিল উপজেলার থানাহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকা থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মােড়ে বিক্ষােভ সমাবেশ ও মানববন্ধন করে। মানববন্ধন বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো রুকুজ্জামান শাহীন, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, জিয়াউর আমিন জিয়া,প্রমুখ।পরে জােবায়ের আমিনের পিতা আব্দুল জলিলের স্বাক্ষরিত একটি স্মারকলিপি স্বরাষ্ট্রম্ত্রী বরাবর উপজলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) কাছে দেন।। উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে রমনা মডেল ইউনিয়নে চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় তাকে হত্যা করে ব্রহ্মপুত্র নদের পানিতে ফেলে দেয়া হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়। ২০ জুলাই শনিবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপাের্ট করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন। এব্যাপারে ২১ জুলাই চিলমারী মডেল থানায় দু‘জনকে আসামী ও আরাে ৬/৭ অজ্ঞাতনামাক আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৬, জিআর নং- ৫২/২৪ (চিলঃ)। স্মারকলিপিতে বলা হয়, এখন পযন্ত কােন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এব্যাপার চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) প্রানকৃষ্ণ দেবনাথ বলেন, আসামী গ্রেফতারেরর চেষ্টা অব্যাহত আছে।























