১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: বেশি করে গাছ লাগান পরিবেশকে বাঁচান” মসিক মেয়র টিটু

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই শ্লোগানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোন বিকল্প নেই। বিশেষ করে এ বছর আমরা দেখেছি তীব্র তাপদাহ, এটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যারা পরিবেশবিদ ও বিশেষজ্ঞ আছেন তারা বলেছেন, বেশি করে গাছ লাগাতে হবে। আমরা প্রত্যেক বছর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন করে থাকি। এবছরও বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এ ধরনের আয়োজন করেছি, যাতে করে প্রত্যেকটি ঘরে ঘরে এই স্লোগানটি পৌঁছে দিতে পারি, “বেশি করে গাছ লাগান পরিবেশকে বাঁচান”। আশা করি সকলে আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি আমরা আশা করবো এটির ফলে যারা উদ্যোক্তা রয়েছে তারাও আর্থিকভাবে লাভবান হবে এবং কর্মসংস্থানের সুযোগ হবে। অর্থাৎ এটির সঙ্গে নানাবিধ বিষয় জড়িয়ে রয়েছে। আমি এই মেলার সফলতায় সকলের সহযোগিতা কামনা করছি। মেয়র আরও বলেন, যারা বেশি বেশি করে গাছ লাগাবে বা ছাদ বাগান করবে তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামীতে ট্যাক্স রেয়াতের ব্যবস্থা গ্রহন করা হবে। শুধু তাই নয়, যারা নিজ বাড়ির আঙিনায় কেউ যদি এমন উদ্যোগ নেন তাহলে তাদেরকেও আমরা এর আওতায় নিয়ে আসবো। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, স্বাস্থ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দীসহ নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ২৯ টি স্টলে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় এবং সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা বিক্রি হচ্ছে। ময়মনসিংহ জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ সুরুজ আলী মীর এবং সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান বাচ্চু’র যৌথ পরিচালনায় মেলাটি আগামী ২০ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।
জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: বেশি করে গাছ লাগান পরিবেশকে বাঁচান” মসিক মেয়র টিটু

আপডেট সময় : ০৬:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই শ্লোগানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোন বিকল্প নেই। বিশেষ করে এ বছর আমরা দেখেছি তীব্র তাপদাহ, এটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যারা পরিবেশবিদ ও বিশেষজ্ঞ আছেন তারা বলেছেন, বেশি করে গাছ লাগাতে হবে। আমরা প্রত্যেক বছর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন করে থাকি। এবছরও বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এ ধরনের আয়োজন করেছি, যাতে করে প্রত্যেকটি ঘরে ঘরে এই স্লোগানটি পৌঁছে দিতে পারি, “বেশি করে গাছ লাগান পরিবেশকে বাঁচান”। আশা করি সকলে আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি আমরা আশা করবো এটির ফলে যারা উদ্যোক্তা রয়েছে তারাও আর্থিকভাবে লাভবান হবে এবং কর্মসংস্থানের সুযোগ হবে। অর্থাৎ এটির সঙ্গে নানাবিধ বিষয় জড়িয়ে রয়েছে। আমি এই মেলার সফলতায় সকলের সহযোগিতা কামনা করছি। মেয়র আরও বলেন, যারা বেশি বেশি করে গাছ লাগাবে বা ছাদ বাগান করবে তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামীতে ট্যাক্স রেয়াতের ব্যবস্থা গ্রহন করা হবে। শুধু তাই নয়, যারা নিজ বাড়ির আঙিনায় কেউ যদি এমন উদ্যোগ নেন তাহলে তাদেরকেও আমরা এর আওতায় নিয়ে আসবো। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, স্বাস্থ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দীসহ নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ২৯ টি স্টলে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় এবং সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা বিক্রি হচ্ছে। ময়মনসিংহ জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ সুরুজ আলী মীর এবং সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান বাচ্চু’র যৌথ পরিচালনায় মেলাটি আগামী ২০ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।