০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হানিয়ার পর এবার হামাস কমান্ডার দেইফ নিহতের খবর!

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে যে, গত ১৩ জুলাই এক বিমান হামলায় হামাস কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে আঘাত হানা ১৩ জুলাইয়ের ওই হামলায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত হন। কিন্তু তাদের মধ্যে দেইফ ছিলেন কিনা, তখন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য ছিল না। তবে হামাস দাবি করেছে, ওই হামলায় বেঁচে যান মোহাম্মদ দেইফ।

কিন্তু ইসরাইল এখন বলছে, তারা ‘নিশ্চিত’ যে দেইফ নিহত হয়েছেন। 
 
এদিকে ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে হামাস। 
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। এতে আরও বলা হয়, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।
 
হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হামাস। তাতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে ‘বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে’ নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। 
তেহরানে হানিয়ার ওপর হামলার পেছনে কে জড়িত, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি, জায়নবাদী (ইসরাইল রাষ্ট্রের কট্টর সমর্থক) হামলায় হানিয়া নিহত হয়েছেন। 

জনপ্রিয় সংবাদ

প্রতীকের সাইজে বাড়াবাড়ি নয়, জীবন্ত প্রাণীর ব্যবহার নিষিদ্ধ

হানিয়ার পর এবার হামাস কমান্ডার দেইফ নিহতের খবর!

আপডেট সময় : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে যে, গত ১৩ জুলাই এক বিমান হামলায় হামাস কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে আঘাত হানা ১৩ জুলাইয়ের ওই হামলায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত হন। কিন্তু তাদের মধ্যে দেইফ ছিলেন কিনা, তখন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য ছিল না। তবে হামাস দাবি করেছে, ওই হামলায় বেঁচে যান মোহাম্মদ দেইফ।

কিন্তু ইসরাইল এখন বলছে, তারা ‘নিশ্চিত’ যে দেইফ নিহত হয়েছেন। 
 
এদিকে ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে হামাস। 
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। এতে আরও বলা হয়, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।
 
হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হামাস। তাতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে ‘বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে’ নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। 
তেহরানে হানিয়ার ওপর হামলার পেছনে কে জড়িত, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি, জায়নবাদী (ইসরাইল রাষ্ট্রের কট্টর সমর্থক) হামলায় হানিয়া নিহত হয়েছেন।