বৃহস্পতিবার ও শুক্রবারের বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাস্তাঘাট হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় নগরবাসীকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুক্রবার দুপর ১ টা পর্যন্ত চট্টগ্রামে ১৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল থেকে নগরীর কাতালগঞ্জ, বাকলিয়া, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ইপিজেড, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এ কারণে সড়কে যানসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। জলাবদ্ধতার কারণে বৃহস্পতিবার সকালে অফিসগামী এবং নানা প্রয়োজনে বের হওয়া লোকজনকে নানা দুর্ভোগ পোহাতে হয়। বৃহস্পতিবার রাতে থেমে থেমে বৃষ্টি এবং সকালে ভারী বৃষ্টিতে চকবাজার এবং কাতালগঞ্জে পানি উঠেছে। কাতালগঞ্জে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং পার্কভিউ হাসপাতালের সামনের সড়কে কোমর সমান পানি জমেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত ও লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এদিকে, সড়কে কোমর সমান পানি থাকার কারণে ভোর থেকে বন্ধ হয়ে যায় মুরাদপুর বহদ্দারহাট সড়কে যান চলাচল। এতে সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।























