ময়মনসিংহ বৃষ্টি উপেক্ষাকরে জুন্মা নামাজের পর থেকেই নগরের টাউন হল মোড়ে হাজার হাজার শিক্ষার্থী জমায়েত হয় । এসময় শিক্ষার্থীদের পাশে তাদের অভিভাবকদের দেখা যায় । দুই ঘন্টার ব্যবধানে ২০ হাজারের অধিক শিক্ষার্থী ৯ দফা দাবী আদায়ের লক্ষে টাউনহল মোড় থেকে বিকাল ৪ টার দিকে গণমিছিল শুরু করে নগরের প্রধান সড়ক হয়ে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ করে । এসময় তারা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে তাদের দাবীর কথা উল্লেখ করে। এদিকে জুন্মা নামাজের পর বড় মসজিদ থেকে সাধারন ছাত্র জনতার একটি গণমিছিল টাউনহল মোড়ে আন্দোলনকারীদের সাথে যোগ দেয়।
শিরোনাম
ময়মনসিংহে স্বরণকালের বৃহত্তম গণমিছিল করলো শিক্ষার্থীরা
-
ময়মনসিংহ ব্যুরো - আপডেট সময় : ০৬:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- ।
- 65
জনপ্রিয় সংবাদ























