রংপুর ব্যুরো: শ্রাবণের আকাশ। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ মিছিল করছেন তাঁরা। পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যাসহ সব হত্যার প্রতিবাদে নানা শ্লোগানে দিচ্ছেন শিক্ষার্থীরা। সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে আজ ৩ আগস্ট শনিবার সকাল ১১টায় এই বিক্ষোভ শুরু হয়। বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী-জনতা। প্রেসক্লাব থেকে বড় মিছিলটি জেলা স্কুলের দিকে যায়। শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসেছেন। তাঁরা একসঙ্গে শ্লোগান দিচ্ছেন। দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বাড়িয়েছে টহল। আগস্ট মাসে কিসের শোক, সবার আগে বিচার হোক, আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। বিক্ষোভে লুৎফা আখতার নামের শিক্ষার্থী বলেন, পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি আমাদের বুকে ছুড়ছে। আমাদের পাখির মতো গুলি করে মারছে প্রকাশ্যে। সারা পৃথিবী তা দেখছে। কিন্তু পুলিশ উল্টো মিথ্যে মামলা করছে। শিক্ষার্থীদের কারাগারে দিচ্ছি। এমন দেশ, এমন বাহিনী তো আমরা চাইনি। তাই মাঠে নেমেছি। গুলি কত আছে, চালান আমাদের বুকে। এই বৃষ্টিতে রক্তের বন্যা বয়ে যাক দেশে। তবু ন্যায় প্রতিষ্ঠা হোক। আরেক শিক্ষার্থী আফরিন জাহান বলেন, আমাদের অন্ধ করবেন না। আমাদের অন্ধ করলে দেশ চলবে না। বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে যাবে। কোনো আপস নয়, সংগ্রামেই সমাধান হবে। আঞ্জুমান আরা বেগম নামের এক অভিভাবক বলেন, গুলি করে ছাত্র মারছে পুলিশ, তা টেলিভিশনে লাইভ দেখা যাচ্ছে। তার পরও পুলিশ উল্টো কথা বলছে। সকাল থেকে মেয়ে আন্দোলনে আসার জন্য ব্যতিব্যস্ত। তাই দাবি আদায়ে মেয়ের সঙ্গে আমিও এসেছি, আমার সন্তানদের হত্যার বিচার চাইতে।























