শেখ হাসিনার পদত্যাগ এবং বোন শেখ রেহানাসহ দেশ ত্যাগের খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমেছে টাঙ্গাইলের সড়কে। সোমবার বিকেলে বিভিন্ন গনমাধ্যমে পদত্যাগের খবর পেয়ে রাস্তায় নামে জনগণ। টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে ছোট বড় মিছিল এসে জমতে থাকে শহরে, মুহুর্তের মধ্যেই পুরো শহর জুড়ে লাখো মানুষের ঢল দেখা যায়। পুরাতন বাস স্টান্ড থেকে মিছিল নিয়ে ডিস্ট্রিক গেট হয়ে বটতলা হয়ে শহরের পৌরউদ্যানে মিলিত হয়। কারও হাতে লাল–সবুজের পতাকা, কারও হাতে বাঁশি, কেউবা থালাবাসন বাজিয়ে করছেন উল্লাস, চলছে ভুয়া ভুয়া স্লোগান। ঘর থেকে পথে বের হয়ে আনন্দ মিছিলে অংশ নিয়েছেন হাজারো মানুষ। ৭ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ, সবাই সড়কে নেমে উল্লাস করছেন। সবুজ রং হাতে নিয়ে গালে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে অনেকেই। এ আনন্দ মিছিলে রিক্সাওয়ালাও অংশগ্রহন করেছেন। আনন্দে নিচ্ছে না ভাড়া। মুহুর্তের মধ্যেই ফাকা হয়ে গেছে মিষ্টির দোকান। অনেকে খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও অধিকার বি ত ছিল বাংলার মানুষেরা। স্বাধীনতার পর দেশ পূণরায় স্বাধীন হয়েছে । এছ্ড়াা ছাত্রআন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচারের দাবী জানান তারা। এদিকে অভিবাবক ও স্বাধারন মানুষেরা বলেন, ছাত্রদের বিজয়ে তারাও আনন্দিত। ইতিহাসের পাতার স্বাক্ষী হয়ে থাকবে ছাত্রদের এ বিজয়।























