যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আগুন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন রোগী ও স্বজনেরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে মহিলা সার্জারী ওয়ার্ডে বৈদ্যুতিক লাইনে কাজ করাকালীন ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসলেও কোথাও আগুনের দেখা পাননি। তবুও অনেক রোগী আগুন আতঙ্কে বাড়ি চলে গেছেন।
জানা গেছে, হাসপাতালের তিন তলার মহিলা সার্জারী ওয়ার্ডে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন দায়িত্বরত ইলেকট্রিশিয়ানরা। এসময় তারে ফায়ারিং হলে রোগী ও স্বজনেরা আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। তারা দিগবিদিক ছোটাছুটি করতে থাকেন। এসময় গোটা হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে শ’ শ’ রোগী ও স্বজন বাইরে বের হয়ে আসেন। গুরুতর অসুস্থ রোগীদের কোলে করে বাইরে নিয়ে আসেন স্বজনরা।
হাসপাতালের ওয়ার্ড ওবায়দুল ইসলাম কাজল জানান, হাসপাতালের কোথাও আগুনের ঘটনা ঘটেনি। রোগীরা আতঙ্কে বের হয়ে এসেছেন। আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসলেও পরে চলে যায়।























