শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) ছুটির দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কগুলোতে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।
শুক্রবার হওয়ায় সড়কে মানুষের চাপ কম। তবে রাস্তায় প্রচুর গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি রয়েছে। সেই সঙ্গে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে।
দেখা যায় রামপুরা, মালিবাগ, কাকরাইল ও পল্টন সহ শিক্ষার্থীদের অবস্থান, এবং তাদের এই কাজকে প্রশংসাও করছেন যাত্রীসহ পরিবহন ড্রাইভাররা সরেজমিন গিয়ে দেখা যায় রামপুরা টিভি সেন্টারে একটি বাসকে থামিয়ে ড্রাইভারের লাইসেন্স চেক করছেন শিক্ষার্থীরা ।তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন বাসটি নিয়ম না মেনেই চলছিলো যেখানে সেখানে যাত্রী উঠানামা করায় আমরা থামিয়ে কাগজ চেক করে ঠিকমতো নিয়ম মেনে গাড়ি চালাতে বলি।























