যশোরে কুয়েত প্রবাসী মেহের আলী (৪০) খুন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা মাথায় গুলি করে তাকে হত্যা করে। নিহত মেহের আলী সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল খালেক মন্ডলের ছেলে। কুয়েত যাওয়ার আগে
তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।
নিহতের ভাই আব্দুল্লাহ মন্ডল জানান, তার বড় ভাই মেহের আলী কুয়েত প্রবাসী ছিলেন। গত ২৬ জুলাই দেশে ফিরেছেন। কারা কি কারণে তাকে নির্মমভাবে হত্যা করলো তাৎক্ষণিকভাবে কারণ বলতে পারেননি।
তবে আব্দুল্লাহ মন্ডলের ধারণা দুর্বৃত্তরা তার ভাই মেহেরকে পরিকল্পিতভাবে খুন করেছে। খুনিরা আগে থেকেই বাড়ির আশে পাশে অবস্থান করছিলো। হত্যা মিশনের আগে বাড়ির চারপাশে থাকা সিসিটিভির ক্যামেরাও কেটে দেয় দুর্বৃত্তরা। যাতে ক্যামেরায় খুনের দৃশ্য ভিডিও না হয়। তিনি (আব্দুল্লাহ) জানান, ভাই রাতে খাওয়া দাওয়া শেষে কলাপসিবল গেট খুলে রাস্তার দিকে পা বাড়াতেই তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। আব্দুল্লাহ মন্ডলের দাবি, রাজনৈতিক কোন্দলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মেহের আলীকে খুন করেছে।
নিহতের স্ত্রী জানান, গত বুধবার তারা সকলে বাহাদুরপুরে খালু আনোয়ার হোসেনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে বাড়িতে ফিরে আসেন। রাতের খাওয়া শেষে তার স্বামী কলাপসিবল গেট খুলতেই গুলির শব্দ শোনা যায়। বাইরে এসে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজয়ান উদ দারাইন জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মেহের আলী মারা যান। খুব কাছ থেকে তার মাথায় গুলি করা হয়েছে। যে কারণে মাথা ভেদ করে গুলি বের হয়ে গেছে।
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, মেহের আলী বিএনপির একজন কর্মী। বিদেশ যাওয়ার আগে স্থানীয় আওয়ামী লীগের নেতারা একাধিক মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। উপায় না পেয়ে তিনি কুয়েত চলে গিয়েছিলেন। ৩ বছর আগে একবার মেহের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। তখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা আদায় করে বলে শোনা যাচ্ছে। এবার ছুটিতে আসার পর সন্ত্রাসীরা তাকে গুলি করে খুন করেছে। খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান।
এই বিষয়ে চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইজাজুল জানান, হত্যার বিষয়ে তার কাছে কোন তথ্য নেই।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, চুড়ামনকাটির বাদিয়াটোলায় মেহের আলী নামে একজন খুন হয়েছে বলে শুনেছেন। খুনিদের শনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছে।























