কখনো সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকায়, আবার কখনো শহরের রাস্তাঘাট, হাট বাজার ও বিভিন্ন অফিসের আশপাশে পড়ে থাকা ময়লা আবর্জনার স্তুপ পরিস্কারে কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রোভার স্কাউটের সদস্যরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে রোভার স্কাউটের এই সদস্যরা। অন্যদিকে রাস্তাঘাট ও বিভিন্ন অফিসের পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পৌরসভার ভ্যান ডেকে শহরের বাহিরে অপসারন করে প্রশংসা কুড়িয়েছেন তারা।
নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিছন্নতা অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, ৫২ নম্বর মুক্ত রোভার স্কাউট গ্রুপ, পাঁচবিবি বয়েজ উদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপ ও পাঁচবিবি বালিঘাটা মাদ্রাসার সাবেক ছাত্র ও বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রোভার স্কাউটের সদস্যরা একযোগে দিনব্যাপী রোদ বৃষ্টি উপেক্ষা করে পাঁচবিবি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে রেলস্টেশন মোড়, পাঁচমাথা মোড়, তিনমাথা, বাসস্ট্যান্ড, বারোয়ারী চত্তর ও পাঁচবিবি বাজারের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন সংগঠনটির সদস্যরা।
স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ মেজবাহুল ইসলাম জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবসময় ভালো কাজের সঙ্গে আছি এবং ভালো কাজের সঙ্গে থাকবো।
পাঁচবিবি উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক মোঃ জয়নুল আবেদীন বলেন, যতদিন পর্যন্ত সাধারণ মানুষের সেবা দিতে স্কাউটের সদস্যদের প্রয়োজন হবে ততদিন স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউটের সদস্যরা দেশ ও মানুষের সেবা করে যাবে। তিনি আরো বলেন, এর আগে গত শুক্রবার বাজারে রাস্তার শৃঙ্খলা ফেরাতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং এর দায়িত্বও পালন করছেন শিক্ষার্থীরা।























