শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ- উপাচার্য পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী (প্রশাসন), ও অধ্যাপক বেনু কুমার দে (একাডেমিক)।
রোববার (১১ আগস্ট) আচার্যের সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর তাঁরা পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ জানান, ‘আচার্য মহোদয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাঁরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন’।
জানাযায়, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চবি ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ছাত্রলীগকে আশ্রয় করে দেওয়ার অভিযোগ তুলে সরকার পতনের পর দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখে পড়ে সকল হল প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি ও উপাচার্য পদত্যাগ করলেও উপ-উপাচারদ্বয় অটল থাকেন স্বপদে। পরে শিক্ষার্থীদের আরও জোরালো আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন তাঁরা।























