কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো ময়লা আবর্জনার স্তূপ। নাজিরারটেক থেকে কলাতলী সমুদ্র সৈকত পর্যন্ত ময়লা আবর্জনায় চেয়ে গেছে।
১৩ আগষ্ট, মঙ্গলবার, সকাল ১১টা থেকে সমুদ্রের জোয়ারে ভেসে আসে বলে জানান কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বত লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন।
এই রিপোর্ট লেখা পযন্ত পরিস্কার করতে দেখা যায়নি কাউকে। কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়োজিত বার্জারের পরিচ্ছন্নতাকর্মীরাও পরিষ্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি। বীচকর্মী বেলান জানান, জোয়ারের সময় হঠাৎ দেখতে পায়,সমুদ্রের ঢেউ এর সাথে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা পানিতে ভেসে আসতে দেখা যায়।
স্থানীয় লোকজন বড় বড় গাছের গুটি, ভাঙ্গা ছোড়া গাছ জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সংগ্রহ করে নিয়ে যেতে দেখা যায়।
বাহার ছড়ার স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, গত কয়দিন ধরে কক্সবাজারে অতিবৃষ্টি হয়। মনে হয় এসময় বৃষ্টির পানিতে ভেসে এই ময়লা গুলি সাগরে এসে পড়ে জমা হয় এখন এই ময়লা গুলো আস্তে আস্তে জোয়ারের ঢেউয়ের মাধ্যমে তীরে এসে জমা হচ্ছে। কক্সবাজার ব্রিজ ম্যানেজমেন্ট কমিটিটি আওয়ামী ঘরনার হওয়ায় তারা গা ডাকা দিয়ে আছে বিধায় কারো বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলমগীর চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, এই মাত্র আপনার কাছ থেকে জানতে পারলাম সমুদ্রে ময়লা ভেসে এসেছে। আমরা সকল ছাত্রীদের সাথে নিয়ে এই ময়লা আবর্জনা পরিস্কার করতে উদ্যোগ নেব। আমাদের সমুদ্র আমরাই পরিষ্কার করে নেব।























