ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বিএনপি’র আহবানে আজ ১৫ ই আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল সাঁড়ে এগারোটার দিকে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ জড়ো হতে থাকে।
পরে সদরপুরের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কে একটি মিছিল দিয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি সমাপ্ত করে বিভিন্ন নেতাকর্মীরা বক্তৃতা করেন।
এ সময় উপস্হিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান,সিনিয়র সচিব মোঃ কবির মোল্লা,যুগ্ন আহ্বায়ক আবুল বাশার,যুগ্ন আহ্বায়ক আবু জাফর, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়া, যুগ্ন আহ্বায়ক মোঃ আবু সাইদ এবং সাবেক থানা কমিটির সদস্য মোঃ শাহিন আনোয়ার সহ আরও অনেকে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কোটা সংস্কারপন্থী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র ও সাধারণ জনগণ নিহত হয়েছে তাদের স্মরন করেন এবং যাদের হুকুমে এদের মৃত্যু হয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য নেতাকর্মীরা জোর দাবি জানান। তারা বলেন স্বাধীন বাংলাদেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। এ ব্যাপ্যারে বিএনপি ও তার অঙ্গ সংগঠন গুলি সজাগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
উল্লেখ থাকে যে, আজ ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলি প্রতিবছর জাতীয় শোক দিবস পালন ও কাংগালী ভোজের আয়োজন করলেও এবারের চিত্র দেখা গেছে ভিন্ন। সদরপুর উপজেলা এবং তার আশেপাশে কোথাও আওয়ামী লীগের কোন কর্মসূচি কিংবা কাঙ্গালী ভোজের আয়োজন দেখা যায় নি।
তবে বিভিন্ন গ্রাম বা মহল্লায় স্বল্পপরিসরে নিজেদের মধ্যে এ আয়োজন দেখা গেছে।























