বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ও আতাউর রহমান খোকা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মানিকগঞ্জের শিবালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করেছে শিবালয় থানা বিএনপি।
শুক্রবার বিকাল ৫ টায় শিবালয় থানা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এ সময় উপস্থিত ছিলেন , শিবালয় থানা বিএনপির সভাপতি রহমত উল্লাহ লাভলু বেপারী, মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায় বাবু সত্যেনকাণ্ড পন্ডিত ভজন,শিবালয় থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক, মোঃ আজিজুল হাকিম, মোঃ শাহরিয়ার দিপু, মোঃ মিলন মিয়া সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেখ হাসিনা গণহত্যার বিচার এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়ার কর্মসূচি পালিত হবে। হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপসানলয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।























