গত কয়েকদিনের টানা বর্ষণে ডুবে গেছে অসংখ্য মাছ চাষের ঘের, পুকুর এমনকি নদীও। চারিদিকে পানির অস্বাভাবিক বৃদ্ধির কারণে মাছ চাষের ঘের ও পুকুর থেকে প্রায় সব মাছ বেরিয়ে গেছে এতে মাছ চাষীদের কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়তে হচ্ছে। কোন কোন মাছ চাষি নিজের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন প্রাশ। মাত্রা অতিরিক্ত পানির বৃদ্ধির কারণে মাছের ঘের ও পুকুর থেকে বেরিয়ে যাও মাছগুলো ছড়িয়ে পড়েছে পানি জমে থাকা ফসলি জমি, খাল ও নদীতে। এতে গ্রাম-গঞ্জের মানুষেরা মেতে উঠেছেন মৎস্য শিকারের মহউৎসবে। উপজেলার চতুর এলাকা, উত্তর পোয়া, চরপোয়া, সাফুয়া ও মিরপুর এলাকায় নদী, খাল ও পানি জমে থাকা ফসলি জমিতে জাল মেরে মাছ শিকার করতে দেখা গেছে অনেককে। জাল দিয়ে মাছ ধরার পাশাপাশি কেউ কেউ বড়শি দিয়ে মাছ ধরছেন আবার কেউ কেউ টেটা দিয়ে মাছ শিকার করছেন। গতকাল ২৪ আগস্ট শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী খাল থেকে এভাবেই স্থানীয়দের মাছ শিকার করতে দেখা যায়।
অধিকাংশ মাছ শিকারির জালে ধরা পড়ছে তেলাপিয়া মাছ ও বিভিন্ন মাছের পোনা। জালে ধরা পরা বড় আকৃতির তেলাপিয়া মাছগুলো বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৫০ টাকায় এবং ছোট আকৃতির গুলো ৭০ থেকে ১০০ টাকায়। কারেন্ট জাল সহ বিভিন্ন জালে ধরা পরা দেশীয় প্রজাতির মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়।























