ভোলা জেলা পুলিশের আয়োজনে লাইনের ড্রিমশেডে বৃহস্পতিবার সেপ্টেন্বর-২০২৪ মাসের কল্যান সভায় ১০ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভোলার বোরহানউদ্দিন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল।
পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামানের সভাপতিত্বে,সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকারের স চালনায়-সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ, আছাদুজ্জামান, মোঃ বাবুল আক্তার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিআইও-১ বক্তব্য রাখেন। এসময় গোয়েন্দা, বিশেষ, পরিদর্শকসহ জেলার সকল অফিসারেরা উপস্থিত ছিলেন। সঠিক দায়ীত্ব, আইন শৃংঙ্খলা রক্ষা, উপজেলার শান্তি বজায় রাখাসহ কয়েকটি বিষয়ে বিশেষ অবদান রাখায় বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুলকে শ্রেষ্ঠ নির্বাচিত করেন কল্যান সভার কর্মকর্তারা। পরে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান ওসি জব্বারুলের হাতে শ্রেষ্ঠ ওসির সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
শিরোনাম
ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার জব্বারুল
-
ভোলা প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- ।
- 447
জনপ্রিয় সংবাদ























