অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেস্টা ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি পুতি বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরীতে আছেন বা ছিলেন জন্যই বীর মুক্তিযোদ্ধার সনদসহ প্রয়োজনীয় কাগজ পত্র এবং তাদের তথ্যাদি স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট দাখিলের নির্দেশনা দেন। তর প্রেক্ষিতে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার আব্দুল আজিজের (ভাতিজা) ভুয়া নাতি মোঃ ওয়াজেদ আলী ০১/০৯/২০০২৪ ইং তারিখে উক্ত বীর মুক্তিযোদ্ধার সনদসহ কাগজ পত্র রানীনগর উপজেলা কৃষি অফিসার ফারজানা রহমান এবং ভুয়া নাতি সাখাওয়াত হোসেন ০১/০৯/২০২৪ ইং তারিখে ধামইরহাট উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের মাধ্যমে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করেছেন বলে উল্লেখিত দুই কৃষি অফিসার নিশ্চিত করেছেন । উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদ্বিশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছোট ভাই মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ ওয়াজেদ আলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের (বর্তমানে মৃত) ভাতিজা, সে ওই বীর মুক্তিযোদ্ধার ভুয়া নাতি সেজে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে চাকুরী নিয়ে ১৮/০২/২০১৮ ইং তারিখে নওগাঁ জেলা কৃষি অফিসে যোগদান করে বহাল তবিয়তে চাকুরী করে আসচ্ছেন এবং সে বর্তমানে রানীনগর উজেলায় কর্তব্যরত আছেন। অপর দিকে একই গ্রামের মোঃ মোজাম্মেলের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (বর্তমানে মৃত) এর ভুয়া নাতি সেজে উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে ২০১১ সালে নিয়োগ নিয়ে বিভিন্ন উপজেলায় চাকুরী করার এক পর্যায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা কৃষি অফিসে ১২/০৮/২০১৩ ইং তারিখে যোগদান করেন এবং ইশবপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্তব্যরত আছেন বলে ধামইরহাট উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের জানান। পাহাড়পুর ইউনয়নের কতিপয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী বলেন নাতি পুতিদের কোটা না থাকাই এবং ভুয়া নাতি সেজে মোঃ ওয়াজেদ আলী ও ভুয়া নাতি সাথাওয়াত হোসেন তাদের পর্বের চাকুরীকে প্রকৃত নাতি হিসাবে বৈধ্যতা দেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সনদ পত্রসহ কাগজপত্র দাখিল করেছেন। ওয়াজেদ আলী ও সাথাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য বার বার মোবাইল ফোনে চেষ্টা করলে তারা ফোন ধরেননি । তবে ইতিপুর্বে তারা দুই জনই বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের নাতি হিসাবে দাবি করেছিলেন।
শিরোনাম
বদলগাছী বীর মুক্তিযোদ্ধার সনদসহ কাগজপত্র দাখিল করলেন বদলগাছীর দুই ভুয়া নাতি
-
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 140
জনপ্রিয় সংবাদ























