১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশু জিদনী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশু জিদনী হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সমাজের ব্যানারে ফের মানববন্ধন করেছে এলাকাবাসী।
নিহত জিদনী কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামের শরীফ মিয়ার মেয়ে। সে রাজধানীর লালবাগের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় গত ২২ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার সময় নিহতের মরদেহ একটি এ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে কয়জন লোক। পরিবারের সদস্যরা জিদনীর গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পেয়ে মুজাহিদ নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কটিয়াদী মডেল থানার এসআই মো: মহসীন জানান, প্রাথমিক সুরতহাল শেষে এটি পরিকল্পিত হত্যা বলে মনে হয়েছে। তাই ময়না তদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরে নিহতের চাচা মাহফুজ মিয়া বাদী হয়ে গত ২৭ আগষ্ট রাজধানীর লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আজ ৫ সেপ্টেম্বর দুপুরে এ হত্যার সুষ্ট তদন্ত করে অপরাধীদের ফাঁসি দেয়ার দাবীতে প্রথমে চাতল স্কুল প্রাঙ্গনে ও পরে মানিকখালি রেলওয়ে স্টেশনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশু জিদনী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন

আপডেট সময় : ০৬:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশু জিদনী হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সমাজের ব্যানারে ফের মানববন্ধন করেছে এলাকাবাসী।
নিহত জিদনী কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামের শরীফ মিয়ার মেয়ে। সে রাজধানীর লালবাগের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় গত ২২ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার সময় নিহতের মরদেহ একটি এ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে কয়জন লোক। পরিবারের সদস্যরা জিদনীর গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পেয়ে মুজাহিদ নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কটিয়াদী মডেল থানার এসআই মো: মহসীন জানান, প্রাথমিক সুরতহাল শেষে এটি পরিকল্পিত হত্যা বলে মনে হয়েছে। তাই ময়না তদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরে নিহতের চাচা মাহফুজ মিয়া বাদী হয়ে গত ২৭ আগষ্ট রাজধানীর লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আজ ৫ সেপ্টেম্বর দুপুরে এ হত্যার সুষ্ট তদন্ত করে অপরাধীদের ফাঁসি দেয়ার দাবীতে প্রথমে চাতল স্কুল প্রাঙ্গনে ও পরে মানিকখালি রেলওয়ে স্টেশনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা