গত ০৬ আগস্ট ২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ০৮.৪৫ ঘটিকার সময় দেশব্যাপি সহিংসতা ও সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে জিএমপি,কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী সাকিনস্থ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা বেআইনী জনতাবদ্ধে পরস্পর যোগসাজসে মারাত্বক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া সাধারন উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য দাঙ্গা-হাঙ্গামা শুরু করিয়া কারাগারের ভিতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করিয়া পালানোর চেষ্টা করে।সকল ভবনের কারাবন্দিরা ভবন থেকে বাহির হয়ে একত্রিত হইয়া ভাংচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে।এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলার্ম বাজানো হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে অফ ডিউটিতে থাকা কারারক্ষীগণ কারাভ্যন্তরে প্রবেশ করিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।উক্ত প্রতিরোধের সময় কারাবন্দি কর্তৃক ২৫ জন কারারক্ষি গুরুতর আহত হন।কারাবন্দিদের আক্রমণের কারণে কারারক্ষীরা চলে আসতে বাধ্য হয়।এমতাবস্থায়,চলামান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দি মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী নং-৪৮১৭/এ লুকিমুদ্দিন@ লোকমান(৫৪)সহ অন্যান্য কারাবন্দিরা কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভাঙ্গিয়া মই বানাইয়া বেলা ১৩.০০ ঘটিকা হইতে ১৪.০০ টার মধ্যে বাউন্ডারীর উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে কারারক্ষি ও আগত সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উক্ত দাঙ্গা হাঙ্গামায় অত্র কারাগারের বিভিন্ন স্থাপনায় মধ্যে দর্পন কারা ভবনে আগ্নিসংযোগ,শতাব্দী সহ অন্যান্য ভবনের সিড়ি,সিড়ির রেলিং,লোহার গ্রীল,লকআপ এর দরজা,তালা,কেইস টেবিল ভাংচুর ও অগ্নি সংযোগ,বন্দিদের থালাবাটি,কম্বল ভাংচুর ও অগ্নিসংযোগ,পেরিমিটার,বৈদ্যুতিক পোল ও তার উপড়ে ফেলা,সিসিটিভি ক্যামেরা ভাংচুর,পানির পাইপ লাইন ভাংচুর, ভবনের বাথরুমের টাইলস্ ভাংচুর,সরকারী নথিপত্রে অগ্নিসংযোগ সহ ইত্যাদি কারা অপরাধ সংগঠিত করে।যাহার মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমাণিক ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।পরবর্তীতে জেলার মোঃ লুৎফর রহমান(বিজে-০২৭৮০৮০০৪০৬),কাশি মপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার,গাজীপুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।যাহা জিএমপি,গাজীপুর কোনাবাড়ী থানার মামলা নং-০৪/১৪০,
তাং-০৬/০৮/২৪ ইং, ধারাঃ১৪৩/১৪৮/১৪৯/২৫৩/২২৪/৪২৭/ ৩২৩/
৩৩৩/৪৪৬/৩৪ পেনাল কোড রুজু হয়।পরবর্তীতে র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী,পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ তারিখ অনুমান ১৪.৪০ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি, গাজীপুর বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,সূত্রোক্ত মামলার ৮০ নং আসামী মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী নং-৪৮১৭/এ লুকিমুদ্দিন@ লোকমান(৫৪), পিতা- মৃত হযরত আলী, সাং ভাররা, থানা-নাগরপুর ও জেলা- টাঙ্গাইল জিএমপি,গাজীপুর বাসন থানাধীন কড্ডা সাকিনস্থ এলাকায় আত্মগোপনে আছে।উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর নেতৃত্বে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন কড্ডা সাকিনস্থ মোল্লা হোটেলের সামনে হইতে অভিযান পরিচালনা করে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ তারিখ অনুমান ১৫.৩০ ঘটিকার সময় সূত্রোক্ত মামলার ৮০ নং আসামী মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী নং-৪৮১৭/এ লুকিমুদ্দিন@ লোকমান(৫৪)’কে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামী লুকিমুদ্দিন@ লোকমান(৫৪)এর দখল ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি,গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




















