টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ভূঞাপুর ট্রাক শ্রমিকের হামলায় আসামাউল নামে এক ছাত্র আহত হয়েছে।
সোমবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন শেষ করে যাওয়ার পথে ট্রাক স্টেশনে গেলে তাদের সাথে থাকা মেয়েদের কে অশ্লীল ভাষায় মন্তব্য করে কয়েকজন ট্রাক শ্রমিক। এ সময় ছাত্রদের সাথে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্রদের উপর তারা অতর্কিত হামলা চালায়। হামলায় ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসমাউল নামে এক ছাত্র গুরুতর আহত হয়। তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ভূঞাপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ২ঘন্টা যাবৎ সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ঘটনা স্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজন।
তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তাদেরকে অবরোধ তুলে নিতে বলে।
মাসুদুল হাসান মাসুদ




















