গাজীপুরের কাশিমপুরে টিসিবির পণ্য বিতরণ, প্রাপ্যরা প্রাপ্ত পন্য পেয়ে বেজায় খুশি। গাজীপুর সিটি কর্পোরেশন এর ২নং ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মনির হোসেন মন্ডল এর উপস্থিতিতে টিসিবির পন্য অসহায় এবং দরিদ্র জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মহানগরীর কাশিমপুর থানার ২ নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় কাউন্সিলর কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
টিসিবি কর্তৃক বিতরণকৃত পণ্যের মধ্যে ছিল ৫ কেজি চাল,২ লিটার সয়াবিন তৈল এবং ২ কেজি মসুর ডাল। এছাড়াও প্রতিজন সুবিধাভোগী ৪৭০ টাকার বিনিময়ে এসব পণ্য সংগ্রহ করেন।
পণ্য সংগ্রহ করতে আসা মানুষজন জানান,নিয়মিতভাবে তারা এসব পণ্য বিনা ঝামেলায় পাচ্ছেন,যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে। এসব পন্য মুলত যারা পাওয়ার উপযোগী তাদেরকেই (আমাদেরকেই) দেওয়া হচ্ছে।
পন্য নিতে আসা সুবিধাভোগীদের কয়েকজনকে পন্য পেয়ে খুশিতে চলছেন হাতে ব্যাগ নিয়ে। পন্য নিতে আসা কয়েকজন বলেন,”আমরা এখানে এসে খুব সহজেই পণ্যগুলো সংগ্রহ করতে পারছি,কোনো ধরনের জটিলতা ছাড়াই। এতে বাজার দরের তুলনায় মূল্য কিছুটা কম হওয়ায় আমরা স্বস্তি পাচ্ছি।




















