কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছাত্ররা বদ্ধ পরিকর।
১২ সেপ্টেম্বর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কক্সবাজার জেলার আয়োজনে, শহীদ সুভাষ হলে ( পাবলিক লাইব্রেরি হলে) মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন শাহরিয়ার, উপস্থিত ছিলেন সহ সমন্বয়ক সাকিব, নুরুল ইসলাম, রাফি, কক্সবাজারের শিক্ষার্থী যথাক্রমে শাহেদ মোহাম্মদ লাদেন, আতাহার সাকিফ, রবিউল ইসলাম, সাহেদুল ইসলাম, সাহেদ, জিনিয়া শারমিন রিয়া, আলমগীর চৌধুরী।
কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য আরো বলেন, আমরা পুলিশের প্রতিপক্ষ নয়, পুলিশের পরিচয় পুলিশ তার কোন রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশিং করবেন না। দেশের প্রয়োজনে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে। কক্সবাজারের সদর হাসপাতালে আমরা এসে একটা অপ্রিতিকর ঘটনার খবর জেনে মর্মাহত হয়েছি। সকল ডাক্তার একরকম নয়। জুলাই আগস্টের অনেক ঘটনায় আমরা এমন ডাক্তারদে পেয়েছি তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে প্রয়োজনিয় জিনিসপত্র কিনে এনে আমাদের সহ যোগিতা করেছে। আমি ডাক্তারদের অনুরোধ করছি আপনারা রাজনৈতিক পরিচয়ে সেবা দিবেন না। একমাত্র ডাক্তারকে মানুষ সৃষ্টিকর্তার পর বিশ্বাস করে। প্রিয় ছাত্র ভাইয়ের আপনারা দলাদলি করবেন না, কোন্দল সৃষ্টি করবেন না। আমরা ছাত্ররা সকলে মিলে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। আমাদে মাঝে ছাত্রদল, ছত্রশিবির, ছাত্র ইউনিয়ন থাকতে পারে এটা আলাদা বিষয়।কিন্তু ছাত্রলীগ নয়। আপনাদের সজাগ থাকতে হবে। পরাজিত শত্রুরা আমাদের মাঝে এসে আমাদের ঐক্য বিনষ্ট করতে যেন না পারে।
ছাত্র জনতার মতবিনিময় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীর একক ও দলিয় গান পরিবেশ করেন। এতে কক্সবাজারের নিহত শহীদ পরিবারের অভিভাবকরা বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন জুলাই আগস্টের ঘটনায় গুম ও আহত হওয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, কক্সবাজারের স্বেরাচারী আওয়ামী সরকারের গুন্ডা পান্ডারা আমাদে শিক্ষার্থীদের হত্যা করেছে। আহত করেছে, তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা এই মতবিনিময় সভা থেকে বলতে চাই যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন।























