নোয়াখালী শহরের মধ্য করিমপুর এলাকায় একটি খালের পাড় থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে সুধারাম থানা-পুলিশ। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই নবজাতকের লাশ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কাগজের কার্টনে রাখা ছিল। সকালে স্থানীয় বাসিন্দারা খালের পাড়ে লাশভর্তি কার্টনটি দেখতে পান। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টনটি খুলে দেখতে পায়, ভেতরে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতকের লাশ।
সুধারাম থানার পরিদর্শক সাবজেল হোসেন বলেন, লাশটি কে বা কারা ফেলে গেছেন তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।




















