চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই পান চাষিকে আর্থিক সহযোগিতা দিয়েছে উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ‘শান্তিনীড়’। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাটস্থ জাহান মঞ্জিলে সংস্থার নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত দুই পানের বরজের মালিক সাধন সেন ও অরুন চৌধুরীর হাতে চেক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ, যুগ্ম সম্পাদক সাংবাদিক রাজু কুমার দে, অর্থ সম্পাদক সবুজ কুমার সেন, দুঃস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, সংগঠনের সাবেক নির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া ও সদস্য হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
‘শান্তিনীড়’ স্মরণকালের ভয়াবহ বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ এছাড়াও বন্যায় প্লাবিত হওয়া মসজিদের পুকুরে চুন ছিটিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন। পানের বরজ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন।
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্ত পান চাষিকে আর্থিক সহযোগিতা দিল ‘শান্তিনীড়’
-
চট্টগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- ।
- 30
জনপ্রিয় সংবাদ




















