চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে কার্যক্রম শুরু করে চবি ছাত্রদলের নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু করেন দলটির নেতৃবৃন্দ।
চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এর নেতৃত্বে শাখা ছাত্রদল নেতা আমান উদ্দীন মোশারেফ হোসেন ফাহাদ, রাসেল, মাহফুয, মাহিন, আমান, জোবায়ের, শিশির, মাহবুব, জামিল, মিজবাহ, মুস্তাফিজ, হুমায়ন, সাব্বির, শাওন, দিদার, রেদোয়ান, নাইম, নাহিনসহ ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করে উক্ত কার্যক্রমের সূচনা করে ছাত্রদল।
চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন বলেন – নৈসর্গিক সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সারাদেশে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ আদর্শ হিসেবে গড়ে তুলতে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল অঙ্গীকারবদ্ধ। আমরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রতিনিয়ত পরিচ্ছন্ন রাখার রাখবো এবং সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানাচ্ছি স্বীয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকবেন।

























