০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে আন্দোলনে আহত ও নিহতদের পাশে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে ‘শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি ও আহতদের প্রতি রইল সহানুভূতি’ ‘সহমর্মিতার অঙ্গীকার’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পানিছত্র লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আহত ১01 জনকে 10 হাজার এবং নিহত ১৭ জনকে ২০ হাজার টাকা করে সর্বমোট ১১৮ জনকে নগদ সাড়ে ১৩ লাখ টাকা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লিগ্যাল এইড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন সমন্বয়ক কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান ফুকু সহ অনেকেই।

উল্লেখ্য, ১৯৩১ সালে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান শিকদার। তিনি জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তৎকালীন ফরিদপুর-১৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। পরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেন। এরপরে বাংলাদেশ জাতীয় কংগ্রেসে যোগ দেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি ভূমি প্রশাসন ও সংস্কার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আন্দোলনে আহত ও নিহতদের পাশে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন

আপডেট সময় : ০৮:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে ‘শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি ও আহতদের প্রতি রইল সহানুভূতি’ ‘সহমর্মিতার অঙ্গীকার’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পানিছত্র লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আহত ১01 জনকে 10 হাজার এবং নিহত ১৭ জনকে ২০ হাজার টাকা করে সর্বমোট ১১৮ জনকে নগদ সাড়ে ১৩ লাখ টাকা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লিগ্যাল এইড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন সমন্বয়ক কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান ফুকু সহ অনেকেই।

উল্লেখ্য, ১৯৩১ সালে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান শিকদার। তিনি জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তৎকালীন ফরিদপুর-১৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। পরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেন। এরপরে বাংলাদেশ জাতীয় কংগ্রেসে যোগ দেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি ভূমি প্রশাসন ও সংস্কার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।