শিক্ষকদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাসময়ে উপস্থিতির বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। একইসঙ্গে নিয়মিত শিক্ষার সার্বিক মান ও পরিবেশ সংরক্ষণ, শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের নিয়মিত মতবিনিময় সভা বাস্তবায়নেরও সুপারিশ প্রদান করেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ের আকস্মিক পরিদর্শনের সময় শিক্ষক-স্টাফদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এছাড়াও আন্তিরকতার সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের শেখন কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।
পরিদর্শন শেষে দিকনির্দেশনা মূলক বক্তব্যে ইউএনও স্কুলের সকল শিক্ষকবৃন্দকে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং দ্রুত অভিভাবক সমাবেশ করে শিক্ষার্থীদের সঠিক পড়াশোনার সার্বিক অগ্রগতি অবহিত করার কথা বলেন। এছাড়াও তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিকট হতে প্রাপ্ত অর্থ আইন অনুযায়ী ব্যাংকের মাধ্যমে ব্যয় করা এবং স্কুলের খেলার মাঠ সংস্কার ও বিশুদ্ধ পানি ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
এসময় প্রতিষ্ঠান প্রধানকে সংস্কৃতি মন্ত্রনালয় হতে প্রাপ্ত (লাইব্রেরি গ্রান্ট) ৪২ হাজার টাকা লাইব্রেরির উন্নয়নে ব্যয় করার পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে শিক্ষাদান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ কল্পে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মাঠ পর্যায়ে নানাভাবে বিদ্যালয় মনিটরিং সহ আকস্মিক পরিদর্শন করে বিদ্যালয়সমূহের বাস্তব চিত্র দেখার চেষ্টা করছি।























