০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৌদ্ধ ভিক্ষুদের মহাপিণ্ড দান করেছেন কংচাইরী পাড়ার গ্রামবাসীরা

খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় কংচাইরী পাড়াতে গৌতম বুদ্ধের আদি নিয়মে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিণ্ড দান করেছেন গ্রামবাসীরা।

ধম্মা বিচারা মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত বিচারা ভান্তে নেতৃত্বে আজ রবিবার সকালে ধম্মা বিচারা মেডিটেশন সেন্টার বৌদ্ধ বিহার থেকে ২০শের অধিক বৌদ্ধ ভিক্ষু, শ্রমণ খালি পায়ে প্রাতভ্রমণ করে সারিবদ্ধভাবে লাইন ধরে মহাপিণ্ড গ্রহণে বের হন। প্রায় ৩ কিলোমিটার পায়ে হেটে ভিক্ষুরা কংচাইরী পাড়াতে এসে বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষের কাছ থেকে ছোয়াইং ও পিণ্ডদানের অর্থ গ্রহণ করেন। সারিবদ্ধভাবে বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং, চাল, নগদ টাকা, চীবর, মোমবাতিসহ উৎসবের নানা সামগ্রী ধর্মীয় গুরুদের দান করেন পূণ্যার্থীরা। পূণ্য লাভের আশায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের পিণ্ডদানের পাশাপাশি নানা প্রকার মিষ্টান্ন খাবারও দান করেন।
পরে পূন্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করেছে এসময় বিশ্ববাসীর মঙ্গল কামনায় সার্বজনীন প্রার্থণায় অংশ নেন।
এসময় কংচাইরী পাড়া উন্নয়ন কমিটির সভাপতি মংশি মারমা, মায়াবিনী লেকের সভাপতি অংহ্লাপ্রু মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাবার কবর জিয়ারত শেষে নীরবে দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান

বৌদ্ধ ভিক্ষুদের মহাপিণ্ড দান করেছেন কংচাইরী পাড়ার গ্রামবাসীরা

আপডেট সময় : ০৪:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় কংচাইরী পাড়াতে গৌতম বুদ্ধের আদি নিয়মে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিণ্ড দান করেছেন গ্রামবাসীরা।

ধম্মা বিচারা মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত বিচারা ভান্তে নেতৃত্বে আজ রবিবার সকালে ধম্মা বিচারা মেডিটেশন সেন্টার বৌদ্ধ বিহার থেকে ২০শের অধিক বৌদ্ধ ভিক্ষু, শ্রমণ খালি পায়ে প্রাতভ্রমণ করে সারিবদ্ধভাবে লাইন ধরে মহাপিণ্ড গ্রহণে বের হন। প্রায় ৩ কিলোমিটার পায়ে হেটে ভিক্ষুরা কংচাইরী পাড়াতে এসে বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষের কাছ থেকে ছোয়াইং ও পিণ্ডদানের অর্থ গ্রহণ করেন। সারিবদ্ধভাবে বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং, চাল, নগদ টাকা, চীবর, মোমবাতিসহ উৎসবের নানা সামগ্রী ধর্মীয় গুরুদের দান করেন পূণ্যার্থীরা। পূণ্য লাভের আশায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের পিণ্ডদানের পাশাপাশি নানা প্রকার মিষ্টান্ন খাবারও দান করেন।
পরে পূন্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করেছে এসময় বিশ্ববাসীর মঙ্গল কামনায় সার্বজনীন প্রার্থণায় অংশ নেন।
এসময় কংচাইরী পাড়া উন্নয়ন কমিটির সভাপতি মংশি মারমা, মায়াবিনী লেকের সভাপতি অংহ্লাপ্রু মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।