নোয়াখালী সদর উপজেলার বাঁধের হাট আবদুল মালেক কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক ডিন ও ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। কলেজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গত ২৩ অক্টোবর পাঁচ সদস্যের এ কমিটির অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সের কর্তৃক অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) কে এ মনোনয়ন দেয়া হয়।
এডহক কমিটির মেয়াদ, পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ছয় মাস। এসময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বড়ি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।


























