১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল-হামাসের মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল কাতার

◼️ ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
◼️ ইউক্রেন সংকট নিরসনে সফল হলে নোবেল প্রাপ্য ট্রাম্পের
◼️ ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত

ইসরায়েল ও হামাসের মাঝে মধ্যস্থতা ও গাজায় যুদ্ধবিরতি, বন্দিবিনিময় আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কাতার। দেশটি বলছে, যখন হামাস ও ইসরায়েল আলোচনা করতে চাইবে, তখনই মধ্যস্থতা করবে তারা। এই ঘোষণা এমন এক সময় আসল, যখন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, হামাসের কেউ কাতারে থাকতে পারবে না। এরপরই কাতারের পক্ষ থেকে এ ঘোষণা আসে। কাতারের অফিস বলছে, এখন থেকে হামাস-ইসরায়েলের মধ্যস্থতায় আর আমরা অংশ নেব না। এছাড়াও এখান থেকে দোহায় হামাসের কার্যালয় থাকবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামাস-ইসরায়েলকে সমঝোতায় পৌঁছানোর জন্য ১০ দিন আগে সতর্ক করা হয়। বলা হয়, এবার যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে কাতার মধ্যস্থতার চেষ্টা বন্ধ করে দেবে। তবে হামাস ও ইসরায়েল যদি বর্বর যুদ্ধ বন্ধ করতে চায় সেই সময় সমঝোতার মধ্যস্থতায় অংশ নিবে কাতার। কাতারের রাজধানী দোহায় ২০১২ সাল থেকে হামাসের কার্যালয় রয়েছে। গত শনিবার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, হামাস-ইসরায়েল সমঝোতা না হওয়ায় দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে কাতার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিবেদনগুলো ঠিক নয়। হামাসের কর্মকর্তারাও এ কথা সমর্থন করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দুই সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়া ও ইউক্রেনের সংঘাত শেষ করতে সফল হন তবে তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। গত শনিবার সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে তিনি এসব কথা বলেন। মাত্তেও সালভিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর বিজয়ী ভাষণে ট্রাম্প বলেছেন, আমি একটি সাধারণ নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করব, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। আগামীতেও আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। সালভিনি বলেছেন, জীবন রক্ষা করার পাশাপাশি এই সমাধান ডেমোক্র্যাটরা আমাদের জন্য এ পর্যন্ত যা রেখে গেছে তার তুলনায় একটি শান্ত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। ট্রাম্পের শান্তি উদ্যোগ তাকে একটি নোবেল পুরস্কার এনে দিতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, নির্বাচিত হলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনবেন। রাশিয়ার গণমাধ্যম ধারণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা যাচাই করে দেখতে মস্কো প্রস্তুত আছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি বলেছেন, এখন নতুন একটি দৃশ্যকল্প গড়ে তোলা হয়েছে বাস্তবে নেই এমন একজনকে হত্যাকারী হিসেবে, থার্ড ক্লাস কমেডি তৈরি করার জন্য স্ক্রিপ্টরাইটারদের আনা হয়েছে। ইরান এ ধরনের কোনো ষড়যন্ত্রে জড়িত নয় বলে দাবি করেছেন আরাকচি। তিনি দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া আরাকচি বলেন, মার্কিন জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আর তাদের পছন্দমতো প্রেসিডেন্ট নির্বাচনের অধিকারকে ইরান শ্রদ্ধা করে। সামনে এগোনোর পথটিও একটি পছন্দের বিষয়। এটি শ্রদ্ধা দিয়ে শুরু হয়। ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে না বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এই নিয়ে আর কোনো কথা নেই। এটি ইসলামের শিক্ষা ও আমাদের নিরাপত্তা হিসাবনিকাশ ভিত্তিক একটি নীতি। উভয়পক্ষ থেকে আস্থা তৈরি করা দরকার। এটি একমুখি পথ না।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৮১ জন আহত হয়েছেন। ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫৫০। বর্বর এই হামলায় আরও অন্তত ১ লাখ ২ হাজার ৭৬৫ জন ব্যক্তিও আহত হয়েছেন। গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। একই সঙ্গে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

ইসরায়েল-হামাসের মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল কাতার

আপডেট সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

◼️ ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
◼️ ইউক্রেন সংকট নিরসনে সফল হলে নোবেল প্রাপ্য ট্রাম্পের
◼️ ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত

ইসরায়েল ও হামাসের মাঝে মধ্যস্থতা ও গাজায় যুদ্ধবিরতি, বন্দিবিনিময় আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কাতার। দেশটি বলছে, যখন হামাস ও ইসরায়েল আলোচনা করতে চাইবে, তখনই মধ্যস্থতা করবে তারা। এই ঘোষণা এমন এক সময় আসল, যখন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, হামাসের কেউ কাতারে থাকতে পারবে না। এরপরই কাতারের পক্ষ থেকে এ ঘোষণা আসে। কাতারের অফিস বলছে, এখন থেকে হামাস-ইসরায়েলের মধ্যস্থতায় আর আমরা অংশ নেব না। এছাড়াও এখান থেকে দোহায় হামাসের কার্যালয় থাকবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামাস-ইসরায়েলকে সমঝোতায় পৌঁছানোর জন্য ১০ দিন আগে সতর্ক করা হয়। বলা হয়, এবার যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে কাতার মধ্যস্থতার চেষ্টা বন্ধ করে দেবে। তবে হামাস ও ইসরায়েল যদি বর্বর যুদ্ধ বন্ধ করতে চায় সেই সময় সমঝোতার মধ্যস্থতায় অংশ নিবে কাতার। কাতারের রাজধানী দোহায় ২০১২ সাল থেকে হামাসের কার্যালয় রয়েছে। গত শনিবার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, হামাস-ইসরায়েল সমঝোতা না হওয়ায় দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে কাতার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিবেদনগুলো ঠিক নয়। হামাসের কর্মকর্তারাও এ কথা সমর্থন করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দুই সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়া ও ইউক্রেনের সংঘাত শেষ করতে সফল হন তবে তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। গত শনিবার সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে তিনি এসব কথা বলেন। মাত্তেও সালভিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর বিজয়ী ভাষণে ট্রাম্প বলেছেন, আমি একটি সাধারণ নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করব, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। আগামীতেও আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। সালভিনি বলেছেন, জীবন রক্ষা করার পাশাপাশি এই সমাধান ডেমোক্র্যাটরা আমাদের জন্য এ পর্যন্ত যা রেখে গেছে তার তুলনায় একটি শান্ত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। ট্রাম্পের শান্তি উদ্যোগ তাকে একটি নোবেল পুরস্কার এনে দিতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, নির্বাচিত হলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনবেন। রাশিয়ার গণমাধ্যম ধারণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা যাচাই করে দেখতে মস্কো প্রস্তুত আছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি বলেছেন, এখন নতুন একটি দৃশ্যকল্প গড়ে তোলা হয়েছে বাস্তবে নেই এমন একজনকে হত্যাকারী হিসেবে, থার্ড ক্লাস কমেডি তৈরি করার জন্য স্ক্রিপ্টরাইটারদের আনা হয়েছে। ইরান এ ধরনের কোনো ষড়যন্ত্রে জড়িত নয় বলে দাবি করেছেন আরাকচি। তিনি দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া আরাকচি বলেন, মার্কিন জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। আর তাদের পছন্দমতো প্রেসিডেন্ট নির্বাচনের অধিকারকে ইরান শ্রদ্ধা করে। সামনে এগোনোর পথটিও একটি পছন্দের বিষয়। এটি শ্রদ্ধা দিয়ে শুরু হয়। ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে না বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এই নিয়ে আর কোনো কথা নেই। এটি ইসলামের শিক্ষা ও আমাদের নিরাপত্তা হিসাবনিকাশ ভিত্তিক একটি নীতি। উভয়পক্ষ থেকে আস্থা তৈরি করা দরকার। এটি একমুখি পথ না।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৮১ জন আহত হয়েছেন। ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫৫০। বর্বর এই হামলায় আরও অন্তত ১ লাখ ২ হাজার ৭৬৫ জন ব্যক্তিও আহত হয়েছেন। গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। একই সঙ্গে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।