ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ আয়োজন করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪।
৪ ও ৫ ডিসেম্বর (বুধবার- বৃহস্পতিবার) দুই দিনব্যাপী সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সিগনেচার প্রোগ্রাম জেএমসি মিডিয়া বাজের ৬ষ্ঠ আসর। এটি একটি বিশেষ আয়োজন যেখানে সারা দেশের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজ এবং নির্মাণসমূহ প্রদর্শনের মাধ্যমে তাদের লুকানো প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
এ বছর জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪ এর মূল বিষয়বস্তু নির্ধারিত হয়েছে “নিউ মিডিয়া এবং বাংলাদেশ ২.০”। এই থিমের আওতায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যার মধ্যে রয়েছে, জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা (থিম: বাংলাদেশ ২.০) এটি সারা দেশের শিক্ষার্থীদের জন্য, জাতীয় ১২০ সেকেন্ড শর্ট ফিল্ম কম্পিটিশন (থিম: পজিটিভ বাংলাদেশ) এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং আরো থাকছে টেজার হান্ট প্রতিযোগিতা যা উপস্থিত দর্শকদের জন্য।
এই প্রতিযোগিতাগুলোর জন্য ইতিমধ্যে সারা দেশ থেকে শিক্ষার্থীরা তাদের কাজ জমা দিয়েছেন এবং অভিজ্ঞ বিচারকমণ্ডলীর দ্বারা সেগুলো নির্বাচিত হচ্ছে। নির্বাচিত কাজগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে মিডিয়া বাজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) শর্টফিল্ম কম্পিটিশনের বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত ফিল্মমেকার এবং চিত্রনাট্যকার রায়হান রাফি এবং ভিকি জায়েদ। একইদিনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন “নয়া মানুষ” সিনেমার অভিনেত্রী এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মৌসুমী হামিদ, চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা রনক হাসান, গায়িকা মাসা ইসলাম।
এছাড়া জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪ এর জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সুপরিচিত ফটোগ্রাফার সুমন ইউসুফ এবং ডকুমেন্টারি, ট্র্যাভেল এবং স্ট্রিট ফটোগ্রাফার তন্ময় দাস। অনুষ্ঠানের দ্বিতীয় দিন দুপুরের পর কনটেন্ট ক্রিয়েটর রাফায়েত রাকিবের পরিচালনায় বিক্রয় সম্পাদনার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
শেষে মিডিয়া বাজ ২০২৪ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাপ্ত হবে।
জেএমসি মিডিয়া বাজ-ফল ২০২৪ এর বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে সানকুইক, কালচারাল পার্টনার হিসেবে ডিআইইউ ব্র্যান্ড সোসাইটি এবং ডকুমেন্টারি পার্টনার হিসেবে রয়েছে ডিআইইউ ফটোগ্রাফি সোসাইটি।
উল্লেখ্য, জেএমসি মিডিয়া বাজ মূলত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের একটি বিশেষ সিগনেচার প্রোগ্রাম। প্রথম মিডিয়া বাজ ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল “কনভারজেন্স অফ মিডিয়া” থিমে। এরপর থেকে প্রতি সেমিস্টারে একটি করে মিডিয়া বাজ আয়োজন করা হচ্ছে এবং এবারের মিডিয়া বাজ-ফল ২০২৪ ৬ষ্ঠ আসর। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাই এই আয়োজনের মূল উদ্যোক্তা, এবারের আয়োজন করছে ৪৬ তম ব্যাচের শিক্ষার্থীরা।
এভাবে মিডিয়া বাজ শিক্ষার্থীদের এবং ইন্ডাস্ট্রির পেশাদারদের মধ্যে সম্পর্ক তৈরি করার একটি দারুণ সুযোগ সৃষ্টি করছে।

























