০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আসাদকে মস্কোতে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা

দ্য সানের প্রতিবেদন
  •  শারার সঙ্গে দেখা করতে দামেস্কে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার উত্তরাঞ্চলে ঘাঁটি নির্মাণ করছে মার্কিন নেতৃত্বাধীন বিদ্রোহীরা 
  • আসাদের পতনের পর সিরীয় মন্ত্রীদের প্রথম সৌদি আরব সফর

সিরিয়ার সাবেক একনায়ক বাশার আল-আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে মর্মে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তবে প্রতিবেদনটিতে নির্ভরযোগ্য কোনো সূত্রের উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের রোববার মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি চলতি বছরের ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। সেখানে তাঁকে নিরাপদে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু সেই সুরক্ষার মধ্যেই এমন একটি ঘটনা ঘটল, যা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ৫৯ বছর বয়সী আসাদ আচমকা অসুস্থ হয়ে চিকিৎসকদের ডেকে আনেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর জানিয়েছে, আসাদ হঠাৎই ব্যাপক কাশতে শুরু করেন এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই তাঁর অ্যাপার্টমেন্টেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। রুশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ বার্তা আসেনি। মস্কোর কূটনৈতিক মহলে এই ঘটনা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আসাদকে কে, কেন এবং কীভাবে লক্ষ্যবস্তু বানালতা নিয়ে বিতর্ক ক্রমেই গভীর হচ্ছে।
এদিকে, সিরিয়ার নতুন শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে এবার দামেস্কে গেলেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। গত মাসে আসাদের পতনের পর সিরিয়ার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর এটি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ফ্রান্সের জ্যঁ নোয়েল বারোট শুক্রবার দামেস্কে সিরিয়ার ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমা সরকারগুলো আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি গোষ্ঠীর সঙ্গে চ্যানেল খুলছে, যারা আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছে এবং এর সন্ত্রাসী তকমা অপসারণ করা হবে কিনা তা নিয়ে বিতর্ক করছে। জার্মানির আনালেনা বেয়ারবক গত শুক্রবার সকালে সিরিয়ার রাজধানীতে অবতরণ করেন।
অন্যদিকে, আইএসআইএস-এর বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত কোবানি শহরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে। এটি এমন সময়ে হচ্ছে, যখন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এবং তুরস্ক-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত বৃহস্পতিবার কোবানিতে ঘাঁটি স্থাপনের জন্য নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সরঞ্জাম বহনকারী একটি বহর পৌঁছেছে। এই বহরে প্রিফ্যাব্রিকেটেড স্থাপনা, খনন যন্ত্রপাতি, নজরদারি সরঞ্জাম এবং জ্বালানির ট্যাংক অন্তর্ভুক্ত ছিল।
এদিকে, সিরিয়ার নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি এবং প্রতিরক্ষামন্ত্রী রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার তারা এই সাক্ষাৎ করেন। সিরীয় সরকারের পতনের এক মাসেরও কম সময়ের মধ্যে এটিই ছিল তাদের প্রথম বিদেশ সফর।

জনপ্রিয় সংবাদ

দুই আসনের মনোনয়পত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান

আসাদকে মস্কোতে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা

আপডেট সময় : ০৭:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  •  শারার সঙ্গে দেখা করতে দামেস্কে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার উত্তরাঞ্চলে ঘাঁটি নির্মাণ করছে মার্কিন নেতৃত্বাধীন বিদ্রোহীরা 
  • আসাদের পতনের পর সিরীয় মন্ত্রীদের প্রথম সৌদি আরব সফর

সিরিয়ার সাবেক একনায়ক বাশার আল-আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে মর্মে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তবে প্রতিবেদনটিতে নির্ভরযোগ্য কোনো সূত্রের উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের রোববার মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি চলতি বছরের ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। সেখানে তাঁকে নিরাপদে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু সেই সুরক্ষার মধ্যেই এমন একটি ঘটনা ঘটল, যা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ৫৯ বছর বয়সী আসাদ আচমকা অসুস্থ হয়ে চিকিৎসকদের ডেকে আনেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর জানিয়েছে, আসাদ হঠাৎই ব্যাপক কাশতে শুরু করেন এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই তাঁর অ্যাপার্টমেন্টেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। রুশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ বার্তা আসেনি। মস্কোর কূটনৈতিক মহলে এই ঘটনা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আসাদকে কে, কেন এবং কীভাবে লক্ষ্যবস্তু বানালতা নিয়ে বিতর্ক ক্রমেই গভীর হচ্ছে।
এদিকে, সিরিয়ার নতুন শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে এবার দামেস্কে গেলেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। গত মাসে আসাদের পতনের পর সিরিয়ার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর এটি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ফ্রান্সের জ্যঁ নোয়েল বারোট শুক্রবার দামেস্কে সিরিয়ার ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমা সরকারগুলো আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি গোষ্ঠীর সঙ্গে চ্যানেল খুলছে, যারা আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছে এবং এর সন্ত্রাসী তকমা অপসারণ করা হবে কিনা তা নিয়ে বিতর্ক করছে। জার্মানির আনালেনা বেয়ারবক গত শুক্রবার সকালে সিরিয়ার রাজধানীতে অবতরণ করেন।
অন্যদিকে, আইএসআইএস-এর বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত কোবানি শহরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে। এটি এমন সময়ে হচ্ছে, যখন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এবং তুরস্ক-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত বৃহস্পতিবার কোবানিতে ঘাঁটি স্থাপনের জন্য নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সরঞ্জাম বহনকারী একটি বহর পৌঁছেছে। এই বহরে প্রিফ্যাব্রিকেটেড স্থাপনা, খনন যন্ত্রপাতি, নজরদারি সরঞ্জাম এবং জ্বালানির ট্যাংক অন্তর্ভুক্ত ছিল।
এদিকে, সিরিয়ার নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি এবং প্রতিরক্ষামন্ত্রী রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার তারা এই সাক্ষাৎ করেন। সিরীয় সরকারের পতনের এক মাসেরও কম সময়ের মধ্যে এটিই ছিল তাদের প্রথম বিদেশ সফর।