রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গত ২৩ (জানুয়ারি) রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য ৫ সদস্যের চিকিৎকদের নিয়ে একটি কমিটি বোর্ড গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে ডাঃ মোখলেচুর রহমানকে আহ্বায়কও ডাঃ মোঃ তোফায়েল হোসেন, ডাঃ আশফাকুর রহমান,ডাঃ মোঃ আব্দুল হাদী,ডাঃ মোঃ আতিকুজ্জামানকে সদস্য করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এই বিষয়ে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ শওকত আলী জানান, জুলাই বিপ্লবে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি সেই জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। ছাত্ররাই হচ্ছে গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার আর তাই আমরা রংপুর মেডিক্যালের চিকিৎসকদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেছি যাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আমরা রংপুর মেডিকেল কলেজের কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে আবেদন করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে একটি রংপুর মেডিকেল কলেজ একটি বোর্ড গঠন করেন। এই বোর্ড এখন আমাদের আহত ছাত্রদেরকে আলাদা আলাদাভাবে দেখবেন এবং দেখে কোন রুগির জন্য কোন ধরনের চিকিৎসা দরকার চিকিৎসক সে অনুযায়ী সাজেস্ট করবেন সে বোর্ডের সাজেশন অনুযায়ী আহত ছাত্ররা সংশ্লিষ্ট চিকিৎসা সেবা গ্রহন করবেন। যার জন্য যে হাসপাতাল সেটা সাজেস্ট করবেন সেটা দেশে হতে পারে দেশের বাহিরে ও হতে পারে। আমরা আমাদের ছাত্রদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কাজ করছি।
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থী আহত হয়। আগামী বুধবার ও বৃহস্পতিবার হেল্থ চেক আপ হবে বলে জানানো হয়েছে।






















