দাগনভূঞায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে দাগনভূঞা পৌরসভার বদরের নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহিন আকবর। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেয়ামত উল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস দারোগা, দাগনভূঞার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দার, পৌর বিএনপি’র সাবেক প্রচারক প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন দুলাল,শ্রমিক দল নেতা সুরুজ উল্লাহসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ৩০০ লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।






















