জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সকল প্রতিবন্ধকতা ও ভুল বোঝাবুঝির অবসান কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো নারীদের ফুটবল খেলা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই খেলায় অংশ নেয় ঢাকা জেলা প্রমিলা ফুটবল দল এবং জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল। জয়পুরহাট জেলা দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
ম্যাচ উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন-সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, আগের ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা দুই পক্ষের সমন্বয়হীনতার কারণে ঘটেছিল। বিষয়টি সমাধান হয়েছে। আজকের খেলা প্রমাণ করে নারীদের ক্রীড়ায় অংশগ্রহণের পথ এখন উন্মুক্ত।
উল্লেখ্য, এর আগে ২৯ জানুয়ারি ওই মাঠে নারী ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। তবে নারীদের খেলা নিয়ে আপত্তি তোলেন স্থানীয় কিছু আলেম ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। খেলা বন্ধে উত্তেজিত মুসল্লিরা মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়।
তিলকপুর বাচ্চা হাজী কওমি মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, আমরা নারী ফুটবলের বিরুদ্ধে নই, অশ্লীলতার বিরুদ্ধে ছিলাম। ভুল বোঝাবুঝি থেকে যা হয়েছে, তার জন্য আমরা অনুতপ্ত। এখন সব ঠিক হয়ে গেছে।
জয়পুরহাট দলের কোচ কানাই চন্দ্র দাস বলেন, আমাদের চাওয়া, নারীদের খেলায় কোনো বাধা যেন আর না আসে। খেলাধুলার মাধ্যমে মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে।






















