গাজীপুরের শ্রীপুরে রাজেন্দ্রপুর রেঞ্জের আওতায় রাজেন্দ্রপুর পূর্ব বিট এলাকায় তিনটি অফিসে হামলা এবং ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর বাজার রেলওয়ে স্টেশন এলাকায় রাজেন্দ্রপুর রেঞ্জ অফিস, বিট অফিস এবং স্টাফ কোয়ার্টারে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের সহকারী বন সংরক্ষক এক নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ৩০-৪০ জনের একটি টিম হেলমেট পরিহিত অবস্থায় রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসে প্রবেশ করে। এরপর কোনকিছু না বলেই অর্তকিত ভাবে তিনটি অফিসে পর্যায়ক্রমে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বাধা দিতে গেলে স্টাফ কোয়ার্টারের কেয়ারটেকার, রেঞ্জ অফিসের ফরেস্ট গার্ড, বাংলোর নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের সহকারী বন সংরক্ষক ফরেস্ট রেঞ্জার নাসিমা আক্তার বলেন, ‘আমি অফিসে কাজ করতে ছিলাম। হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে ৩০-৪০ জনের হেলমেট পরিহিত একটি দল অফিসে ঢুকে। কোনোকিছু না বলেই টেবিলে আঘাত করতে শুরু করে। দরজা, জানালার পর্দা ছেড়া শুরু করে। তারা বলতে থাকে আপনাদের বিট অফিসার ও রেঞ্জার কোথায়? কেন আপনারা আমাদের সাথে সমন্বয় করে কাজ করেন না? আপনারা কেন বনের মামলা দেন? তারা নিজেদের বিএনপির বড় নেতা বলে দাবি করছিল।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসে দুর্বৃত্তরা হামলা এবং ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘দুপুরে রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসে দুর্বৃত্তরা তিনটি অফিসে হামলা চালিয়ে কম্পিউটার, মোটরসাইকেল, আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’






















