চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাসহ মোট পাঁচটি মামলার আসামি।
গত বুধবার(৫ ফেব্রুয়ারি) বিকেলে কাটিরহাটে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। তারা কাটিরহাট বাজার ও মনিয়া পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে, ফলে তীব্র যানজটে শত শত যাত্রী দুর্ভোগে পড়ে। সংঘর্ষে ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং জান্নাত শিরিন (৫৪) নামে এক স্থানীয় নারী গুলিবিদ্ধ হন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, আহতদের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।






















