গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ির ১৬ টি রুম পুড়ে ছাই গেছে। শনিবার বেলা সাড়ে নয়টার দিকে উপজেলার শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি গিলারচালা এলাকায় শাহজাহান সিরাজীর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক শাজাহান সিরাজী বলেন, ‘আমি রাস্তার ওইপার কাজ করতে ছিলাম। এমতাবস্থায় আমার বাড়ির এক বাড়াটিয়া আমাকে জানায় বাসায় আগুন লেগেছে। তাৎক্ষণিক এসে দেখি আমার নিজের থাকার ৩টি রুম এবং ভাড়াটিয়াদের ১৩টি রুম সহ মোট ১৬টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। আমার ১৫ লাখ টাকা এবং সোনা গয়না ১০ ভরি সহ ১৬ রুমের যাবতীয় মালামাল করে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজিজুর রহমান নামের এক ভাড়াটিয়া বলেন, ‘আমার জমানো সব সঞ্চয় এবং আসভাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে সেই সাথে পুড়ে ছাই হয়ে গেছে আমার স্বপ্ন। গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’ শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতি পরিমান এখনো বলা যাচ্ছে না।’
শিরোনাম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১৬টি ঘর পুড়ে ছাই
-
গাজীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৫:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 44
জনপ্রিয় সংবাদ





















