বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক লাখোকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি আবুল হাসনাত রিন্টুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রবিবার ( ০৯ ফেব্রুয়ারী) ১১ টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের বক্তার হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে আলোচনা করেন, জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি এম এ সাঈদ খান। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজায় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি এম এ দেওয়ানী, ইয়াসিন আরাফাত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন সহ মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী।
দাফনকার্য সম্পাদনের পর ফেনী মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রবিবার ( ০৯ ফেব্রুয়ারী) রাত ১২ টা ১৫ মিনিটের সময় ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আবুল হাসনাত রিন্টু । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। তাঁর স্ত্রী, ১ পুত্র ও ৩ মেয়ে রেখে যান।
১৯৮৪ সালের ১ জানুয়ারী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসনাত রিন্টু। তার বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ও মাতার নাম মনোয়ারা বেগম।
তিনি ২০০০ সালে চাঁদগাজী হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ২০০২ সালে আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি ও পরে ডিগ্রি পাস করেন।
কর্মজীবনে তিনি দৈনিক লাখো কন্ঠের ফেনী জেলা প্রতিনিধি এবং ফেনী এসকর্ট ইমেজিং সেন্টারের মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন।






















