গাজীপুরের শ্রীপুরে আটক হয়েছেন সিরাজগঞ্জ -৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনিত সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম(৬১)। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। সাবেক এই সংসদ সদস্যের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক। শ্রীপুর পৌর ছাত্রদলের আহব্বায়ক মামুন আকন বলেন, ‘রোববার রাতে শ্রীপুর থানা পুলিশ ওই এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে তাকে আটক করে। তিনি ওই বাড়িতে প্রায় ২ মাস যাবত অবস্থান করছিলেন বলে জানা গেছে।’ মামুন আকন আরো জানান, চয়ন ইসলাম শ্রীপুরের ওই বাড়িতে অবস্থান করছেন এমন তথ্য পান বৈষম্যবিরোধী স্থানীয় ছাত্র -জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিষয়টি শ্রীপুর থানায় জানানো হয়। এর পর সেই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে ওই বাড়ি থেকে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, মো. চয়ন ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ -৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন। গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরো মামলা আছে। গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘মো. চয়ন ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবতী আইনগত কার্যক্রম চলমান।’
শিরোনাম
শ্রীপুরে আটক সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সাংসদ চয়ন ইসলাম
-
গাজীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 57
জনপ্রিয় সংবাদ





















