অপারেশন ডেভিল হান্ট অভিযানে রংপুর বিভাগে ৫০ জনকে গ্রেফতার করেছে
যৌথবাহিনী। গত শনিবার থেকে ১০ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত রংপুর মহানগরীসহ
বিভাগের আট জেলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী
বলেন, মহানগরীর কোতোয়ালি থানা থেকে ২ জন এবং তাজহাট থানা থেকে ৩ জনকে গ্রেফতার
করা হয়েছে। এদের মধ্যে রয়েছে মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইলাহ ইসলাম
আলিফ, নীলফামারীর ডিমলার টেপাখড়িবাড়ি এলাকার ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, কারমাইকেল
কলেজ শাখার ছাত্রলীগের সদস্য হৃদয় হোসেন, মুন্না ইসলাম, মেহেদী হাসান এবং ছিনতাইয়ের
অভিযোগে রিমন শেখ। রংপুর রেঞ্জের অপরাধ ও অপারেশন বিভাগ সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও, পঞ্চগড়,
গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীসহ আট জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের
গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ
ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট
অভিযান আমরা জিরো টলারেন্স নীতিতে পরিচালনা করা হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা
ছাড়াও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। অভিযানে কেউ ছাড় পাবে না।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতার পরিকল্পনা এবং অর্থায়নের অভিযোগ রয়েছে।
শিরোনাম
রংপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৫০
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ১০:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 74
জনপ্রিয় সংবাদ






















