০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে শহীদ জাহিদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

 পাবনায় ছাত্র আন্দোলনের শহীদ জাহিদের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মধ্যে একতা, প্রতিযোগিতার মনোভাব এবং শহীদদের আত্মত্যাগের স্মরণে আয়োজন করা হয়।

আজ (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় এই ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়। খেলার শুরুর আগে শহীদ জাহিদ সহ সকল শহীদের জন্য দোয়া করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাচটি অনুষদের একুশটি বিভাগের শিক্ষার্থীরা। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগ এবং ইকোনমিকস বিভাগ । অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা ড. রাশেদুল হক, পরিবহন পুলের পরিচালক ড. কামরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উক্ত প্রতিযোগিতা থেকে উচ্চমানের খেলোয়াড় নির্বাচন করা হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহে খেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

উপাচার্য অধ্যাপক ড. স এম আবদুল আওয়াল বলেন,খেলা কে খেলা হিসেবে নিতে হবে,সিরিয়াসলি নেয়া যাবে না।  খেলারার মধ্যে কোনো রকমের বাকবিতন্ডায় জড়ানো যাবে না। খেলা আমাদের এই শিক্ষায় দেয় যে, আমি আমার ক্যারিয়ারে সাকসেস হবো। খেলাধুলা থেকে আমাদের পজিটিভ শিক্ষা নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবিতে শহীদ জাহিদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আপডেট সময় : ০৩:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 পাবনায় ছাত্র আন্দোলনের শহীদ জাহিদের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মধ্যে একতা, প্রতিযোগিতার মনোভাব এবং শহীদদের আত্মত্যাগের স্মরণে আয়োজন করা হয়।

আজ (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় এই ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়। খেলার শুরুর আগে শহীদ জাহিদ সহ সকল শহীদের জন্য দোয়া করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাচটি অনুষদের একুশটি বিভাগের শিক্ষার্থীরা। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগ এবং ইকোনমিকস বিভাগ । অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা ড. রাশেদুল হক, পরিবহন পুলের পরিচালক ড. কামরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উক্ত প্রতিযোগিতা থেকে উচ্চমানের খেলোয়াড় নির্বাচন করা হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহে খেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

উপাচার্য অধ্যাপক ড. স এম আবদুল আওয়াল বলেন,খেলা কে খেলা হিসেবে নিতে হবে,সিরিয়াসলি নেয়া যাবে না।  খেলারার মধ্যে কোনো রকমের বাকবিতন্ডায় জড়ানো যাবে না। খেলা আমাদের এই শিক্ষায় দেয় যে, আমি আমার ক্যারিয়ারে সাকসেস হবো। খেলাধুলা থেকে আমাদের পজিটিভ শিক্ষা নিতে হবে।